কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন পদ্মা নদীটি লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। প্রতিবছর নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীটি বর্তমানে লোকালয়ে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনমানসহ বাড়িঘর। গত এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০ বিঘা ফসলি জমি।
বক্তারা আরো বলেন, নদী ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারি বরাদ্দ এনে কোটি কোটি টাকা ব্যায়ে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছিলেন, সেটা তেমন কোনো কাজে আসেনি।
বরং অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলার কারণে সেগুলোও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর সহ সরকারি স্থাপনা গুলো রক্ষার জন্য স্থায়ীবাধ নির্মাণের দাবী জানিয়েছেন নদী পাড়ের মানুষ।
পদ্মার ধারে এই মানববন্ধনে নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হওয়া হাজার খানেক মানুষ অংশ নেই।