শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

দৌলতপুরে নুরুজ্জামান বিশ্বাসের জমি নিয়ে টানাটানি

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৪:৪২ পূর্বাহ্ন

মালিকানাধীন জমির হিসাব খতিয়ে দেখা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের ব্যবসায়ী নুরুজ্জামান বিশ্বাস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান বিশ্বাস ও তাঁর স্ত্রী সেলিনা বিশ্বাসের। তাঁরা আইন বহির্ভূত ভাবে কৃষি জমি অর্জন ও ব্যবহার করছেন বলে তথ্য পাওয়া গেছে, ইতোমধ্যেই শুনানী হয়েছে সহকারী কমিশনারের কার্যালয়ে।

১৯৮৪ সালের অধ্যাদেশ অনুযায়ী কৃষি জমি মালিকানার উর্ধসীমা ১শ’ বিঘা থেকে কমিয়ে ৬০ বিঘা ধরা হয়, যাতে সুস্পষ্ট বলা হয়েছে কোন ব্যক্তি বা একসাথে বসবাসরত পরিবার ৬০ বিঘার বেশি কৃষি জমি ধারণ করতে পারবে না। কিন্তু, নুরুজ্জামান বিশ্বাস এবং তাঁর স্ত্রী মিলে অন্তত ৮৮ বিঘা কৃষি জমির মালিক। এছাড়াও নামে-বেনামে আরও অনেক কৃষি জমি দখলে রয়েছে পরিবারটির। চাষাবাদি জমি ব্যবহার করা হচ্ছে শিল্প বাণিজ্যের প্রয়োজনে। এতে, একদিকে যেমন প্রাপ্য প্রকৃত রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন।

দেশের সীমান্তবর্তী বিশাল আয়তনের দৌলতপুর উপজেলায় নুরুজ্জামান বিশ্বাসের জমি জমার হিসাব তদারকির পাশাপাশি আরও বেশ কয়েকজন ধনাঢ্য ব্যক্তিকে সতর্ক করে তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট দাপ্তরিক সুত্রে।

সম্প্রতি ব্যবসায়ী দম্পতি নুরুজ্জামান বিশ্বাস ও সেলিনা বিশ্বাসের নামে অতিরিক্ত জমির সন্ধান পেলে তা যাচাই-বাছাই শুরু হয়। এই ব্যবসায়ীর পক্ষে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) – এর কার্যালয়ে আইনী শুনানিতে অংশ নিয়েছেন কোম্পানির কর্মকর্তা নাহারুল ইসলাম মিনু।

জানা গেছে এখনও ভূমি কর্তৃপক্ষের হিসাবে থাকা অতিরিক্ত জমির সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি বর্তমান মালিকেরা। সুষ্ঠু জবাবের জন্য আরও সময় চেয়েছেন তারা। এদিকে, নুরুজ্জামান বিশ্বাস পরিবারের জমি ক্রয়ে নানা অনিয়মের অভিযোগ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ষাট বিঘার উপরে থাকা সকল কৃষি জমি সমর্পণ করতে হবে সরকারকে তবে সমর্পিত জমি কোনটি হবে তা নির্ধারণ করবেন ব্যাক্তি নিজেই। অতিরিক্ত জমি স্বেচ্ছায় সরকারকে না দিলে, সেক্ষেত্রে সরকার নিবে সরকারের সুবিধা মতো।

এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু বলেন, আমরা তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নুরুজ্জামান বিশ্বাসের অনুকূলে অতিরিক্ত জমির খোঁজ পাই, এ বিষয়ে শুনানি হয়েছে, উপজেলার আরও কয়েকজনকে নোটিশ দেয়া হয়েছে।

তবে, পর্যাপ্ত তথ্য থাকলেও শুনানিতে অংশ নেয়ার কথা অস্বীকার করেছেন নাহারুল ইসলাম মিনু, গণমাধ্যমের সাথে কথা বলতে নারাজ নুরুজ্জামান বিশ্বাস।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি জমির মালিকানায় উর্ধসীমা নির্ধারণের বিষয়টি আইনভূক্ত রাখেন। প্রেসিডেন্সিয়াল ওই অর্ডারে উর্ধসীমা ছিলো ১শ’ বিঘা, সময়ের প্রয়োজনে যা পরে নেমেছে ষাট বিঘায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম জানান, দৌলতপুরে সিলিং বহির্ভূত জমির খবর পেয়েছি। জেলায় এধরণের জমি আছে কি-না তা নিয়মিত তদারকি করা হয়।

সম্প্রতি দৌলতপুরে নদী ভাঙন সংক্রান্ত নিয়ম ও মালিকানা হীন বা পড়ে থাকা কৃষিজমি খাস খতিয়ান ভূক্ত করার কার্যক্রমে অন্তত ৩শ’ একর জমি সরকারের মালিকানায় যাচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্রে তথ্য পাওয়া গেছে। যে-সব মানুষের কাছে কৃষি জমির সিলিং (সর্বোচ্চ পরিমাণ সীমা) বহির্ভূত জমি রয়েছে তাদের জমি নিয়ে নিবে সরকার।

উল্লেখ্য, করোনা মহামারী পরবর্তী সময় এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উদ্ভুত পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের পর্যাপ্ত উৎপাদন ও মূল্যবৃদ্ধির লাগাম ধরতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি জমি সংরক্ষণে গুরুত্ব বাড়িয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর