মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

দৌলতপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন!

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরের পদার্পণ উপলক্ষে দৌলতপুর প্রেসক্লাবে আজ শুক্রবার বেলা ১১টায় র‌্যালি , আলোচনা সভা ও কেক কেট্র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলাম।

দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও শুভ কামনা করা হয়` সবশেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মো. সাহাবুল আলম ও দৌলতপুর উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের।

দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজা, সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহফুজুল আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি সাইদুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনকন্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন প্রমুখ। অনুষ্ঠানে দৌলতপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ দৌলতপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর