বিএনপি’র বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করতে দৌলতপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল টোকেন চৌধুরী।
সোমবার (৩১ জুলাই) বিকেলে আল্লারদর্গা পার্টি অফিস থেকে গাড়ি বহর নিয়ে তিনি নৌকার পক্ষে কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালীয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন উপজেলা যুবলীগের প্রভাবশালী এই নেতা।
গণসংযোগে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খলিশা পন্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রাশেদ মিজান টুকু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, বোয়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউল হক, বোয়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক শাহিন খান, প্রচার সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, ফিলিপনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর রহমান মামুন, বোয়ালীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমাদুল কবির রিপন, আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা শিহাব উদ্দিন প্রমুখ।
উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আপা যাকেই কুষ্টিয়া-১ আসনে নৌকার মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করবো। আমি ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই আসনটি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দিব। তিনি আরও বলেন, আমরা ২০১৪ সালে এমপি হবার পরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। আমি টোকেন চৌধুরী আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো।