শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

দৌলতপুরে জেলা কৃষক দল নেতার মৃত্যু বার্ষিকী পালন

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে জেলা কৃষক দলের নেতা মেহেদী হাসান সাকরের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে (২৬ অক্টোবর) শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাইস্কুল মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য প্রয়াত মেহেদী হাসান সাকরের সহধর্মিনি সুরাইয়া খাতুন কাজলীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল।

দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এছাড়াও স্মরণ সভায় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ২০২৩ সালের ২৫ শে অক্টোবর রাতে খুনি হাসিনা সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কুষ্টিয়া জেলা শাখার অন্যতম নেতা মেহেদী হাসান সাকবর সেদিন শাহাদৎ বরণ করেছিল। আজ মুক্ত মানুষের সভা করার যে সুযোগ সৃষ্টি হয়েছে সাকবর ভাইয়ের রক্তের বিনিময়ে এই সুযোগ হয়েছে। তাই আমি বলতে চাই সাকবর ভাইয়ের হত্যাকান্ডের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর