সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

দৌলতপুরে চেয়ারম্যানের বাসায় অবধৈ ডিস ব্যবসা: র‌্যাব’র অভিযান

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৫৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডলের বাড়িতে কন্ট্রোল রুম বসিয়ে নিয়ম বহির্ভতভাবে ডিশ ব্যবসা পরিচালনার অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবজ হাসান, র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানী কামন্ডার মেজর গাফফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ’র যৌথ নেতৃত্বে সোমবার বিকালে এ অভিযান চালানো হয়।

এ অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে চেয়ারম্যান সিরাজ মন্ডল আগেই বাড়ি থেকে পালিয়ে যায়। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সরঞ্জাম ব্যবহার করে মিন্নাত আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিশ ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা যায়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রে ও র‌্যাব কমান্ডার সিরাজ চেয়ারম্যানের স্বজনদের ডেকে এই অবৈধ ব্যবসা বন্ধের নির্দেশ দেন। এর আগেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে দুই দফা অভিযান চালিয়ে চেয়ারম্যান সিরাজ মন্ডলের বাড়িতে বসানো এই অবৈধ কন্ট্রোল রুম সিলগালা করে দেয়। অদৃশ্য শক্তির কারনে সিলগালা ভেঙে বারবার তিনি আবার ব্যবসা চালিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর