রাত কেবল সাড়ে আটটা দুর্গাপূজার মেলা দেখে ফেরার পথে একটি ইঞ্জিন চালিত (পাখি ভ্যান) ভ্যানে ওঠেন তিন যাত্রী। কিছুদূর যাওয়ার পরে ফাঁকা রাস্তায় যাত্রীরা একটি টিউবওয়েল দেখিয়ে ভ্যান ওয়ালাকে দাঁড়াতে বলেন পানি খাওয়ার জন্য। সরল বিশ্বাসে যাত্রীদের পানি খাওয়াতে দাঁড়ায় ভ্যান ওয়ালা। যাত্রী তিনজন হয়ে ওঠে ছিনতাইকারী। ভ্যান ওয়ালাকে বেঁধে নিয়ে যায় জীবিকা নির্বাহের অবলম্বন ভ্যানটি। এই গল্প কুষ্টিয়ার দৌলতপুরের। স্থানীয় শশীধরপুর গ্রাম থেকে স্বরূপপুর মোড়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে ৬ অক্টোবর।
গেল ২৭ সেপ্টেম্বর শরীরের কাপড়ে মল মাখিয়ে কৌশলের নাটকীয়তায় সাথে থাকা ৫৩ হাজার টাকা দুর্বৃত্তরা হাতিয়ে নেয় রিফায়েতপুর ইউনিয়নের বৃদ্ধ জালাল উদ্দিনের। এঘটনা খোদ উপজেলা পরিষদ চত্বরে দিনের আলোতে ঘটে। এই এলাকায় এমন ঘটনার খবর শোনা যায় প্রায়ই।
উপজেলার সুপরিচিত মুদি ব্যবসা প্রতিষ্ঠান ভাই-ভাই স্টোরে নগদ টাকাসহ মালামাল চুরি হয় অক্টোবরের ১ তারিখ দিবাগত রাতে।
উপজেলার মরিচা ইউনিয়নের রানী খাতুন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে ১২-১৪ বছরের এক কিশোরের সাথে সাক্ষাৎ হয় তার। এরপর এসে জমে আরও দুই যুবক। ছিনিয়ে নেয় হাতে সাথে থাকা মোবাইল ফোন, অলংকার আর টাকা। ২৮ সেপ্টেম্বরের এ ঘটনায় স্তব্ধ রানী খাতুন।
তারাগুনিয়া ব্রাক পাড়ায় চলতি সপ্তায় এক রাতে চুরি হয় বেশ কয়েকটি বাড়িতে।
এসব ঘটনার কোনটার অভিযোগ ভুক্তভোগীরা থানা পর্যন্ত পৌঁছায়, কোনটা থাকে থেমে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে চুরির গল্প পাওয়া যাচ্ছে প্রায় প্রতি সপ্তায়।
গেল ছয় মাসে উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৫টি মোটরসাইকেল চুরি গেছে। ঘরবাড়ি-দোকানপাট, গবাদিপশু চুরির তথ্যও উদ্বেগজনক।
এ প্রসঙ্গে দৌলতপুর থানার নবাগত ওসি মজিবুর রহমান বলেন, আমি আসার পর কয়েকটি অভিযোগ পেয়েছি। যেগুলোর অভিযোগ পাওয়া গেছে সেগুলো যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও জানান, দৌলতপুর থানার অন্তর্ভুক্ত উপজেলা ব্যাপী বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হবে। দৌলতপুরবাসীকে আরও নিরাপদ করতে ইতোমধ্যেই আমি এসে নানা পদক্ষেপ নিয়েছি, পর্যায়ক্রমে সব বাস্তবায়ন করা হবে।
এলাকাবাসী মনে করছেন, মাদকসেবিদের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চুরিতে অভ্যস্তরা ফের তাদের কর্মকাণ্ড বাড়িয়েছে।