বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

দৌলতপুরে গোষ্ঠিগত বিরোধে দুই ভাইকে হত্যা, আটক ৪

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ১২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে গোষ্ঠিগত বিরোধে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। এরা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।

হত্যাকান্ডের সময় তারা ছাতারপাড়া বাজারে একটি চায়ের দোকানে অবস্থান করছিল। পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালিয়ে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় দৌলতপুর থানা পুলিশ ৪ জনে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে মনো, ওয়াসিম, রাসেল, ফারুক, রেনিস, কবিরুল, আলামিন, আজাবুল, রুবায়েত, ইন্তা মলিথা, সুমন পিয়াদা সহ ১৫-১৬ জন রাম দা, হাত কুড়াল সহ দেশীয় ধারাল অস্ত্রে সজিত হয়ে ছাতারপাড়া বাজারে অবস্থানরত গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা রাম দা, হাত কুড়াল ও ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম ও শরীর থেকে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলাম দুই ভাইকে মৃত ঘোষণা করেন। হামলায় অন্তত ৫জন আহত হলে গুরুতর অবস্থায় জামাল, আকবর, সাইফুল ও আসমতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় থমথমে বিরাজ করছে। পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুরিশ মোতায়েন রয়েছে।

হামলায় নিহত হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ভাতিজা সুজন ইসলাম জানান, বুধবার বিকেলে ছাতারপাড়া বাজারে ১৫-১৬জন অস্ত্রে সজিত আমার দুই চাচাদের ওপর হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। যারা হামলা করেছে তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি আর যাদের হামলায় আমার দুই চাচা নিহত হয়েছেন তারা বিএনপি করে। পূর্ব বিরোধ নিয়ে আমার দুই চাচাকে হত্যা করেছে তারা। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিক্ষরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোষ্ঠিগত দ্ব›েদ্বর জের ধরে দুই ভাইকে হত্যা করা হয়েছে। এটা কোন রাজনৈতিক হত্যাকান্ড না। তবে হত্যাকান্ডে জড়িত যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর