শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

দৌলতপুরে গরু পাটক্ষেত নষ্ট করায় দুজনকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও শরিফুল মালিথা (৪৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৫টার টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া গ্রামের মালিথা পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এরপরে বিকাল সাড়ে ৫টার দিকে হাটখোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এতে হাজার-হাজার মানুষ অংশ নেন।

এরআগে বুধবার (১৪ জুন) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া গ্রামের মালিথা পাড়া এলাকায় সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে হামলা করে। তাদের ধারালো অস্ত্রের কোপ ও গুলিতে ঘটনাস্থলেই বজলু মালিথা ও শরিফুল মালিথার মৃত্যু হয়। এঘটনায় মালিথা গ্রুপের প্রায় ১৫ জন আহত হন।

নিহতরা হলেন মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের মালিথা পাড়ার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৫) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৫৫)। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন ও স্বজনরা।

পুলিশ, প্রতক্ষ্যদর্শীরা ও স্থানীয় সূত্রে জানা, বুধবার বিকালের দিকে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুতে পাট খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে জালাল সরদার, মান্নান সরদার সহ অসংখ্য লোকজন অস্ত্রসস্ত্রসহ মালিথা গ্রুপের ওপর হামলা করেন। সর্দার গ্রুপের লোকজন গুলি করে, কুপিয়ে ও এলোপাথাড়ি মারপিট করে। এতে শরিফুল মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত১৫ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নিহত পরিবারের লোকজন বলেন, বুধবার বিকালে উজ্জল সরদারের নেতৃত্ব জালাল সরদার, মান্নান সরদার সহ অসংখ্য মানুষ আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে বাড়ির ভিতর থেকে ধরে এনে গুলি করে। এসময় উজ্জ্বল, জালাল ও মান্নান সর্দারের হাতে পিস্তল ছিল। তাদের লোকজন অস্ত্রসস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করে নির্মমভাবে দুইজনকে হত্যা করেছে। অনেকে আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, শরিফুল মালিথা ও বজলু মালিথাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উজ্জ্বল সর্দারদের লোকজনের নৃশংস হামলায় অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর