শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

দৌলতপুরে খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮:১১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১ টার দিকে অনলাইনে ১ হাজার ৯১ জন আবেদনকৃত কৃষকের মধ্যে অনলাইনে লটারির মাধ্যমে ১৫৫ জন কৃষক নির্বাচিত হয়। তাদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়।

এবার বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ৪৬৬ মেট্রিক টন ও চাল সংগ্রহের লক্ষমাত্রা ১৫৭৪ মেট্রিক টন। এর মদ্ধে খুদ্র কৃষক ৫০%, মাঝারী কৃষক ৩০% ও বড় কৃষক ২০% বোরো ধান ও বিশ্বাস এগ্রো ফুড লিঃ আল্লাদর্গা এর কাছে ৪৫ টাকা কেজি দরে চাল ক্রয়ের সিদ্ধান্ত নেয় তবে নির্দেশ অনুযায়ী ধান ও চালের ময়েশচার ১৩ থাকতে হবে।

কৃষি অধিদপ্তরের দেয়া তথ্যমতে এবার উপজেলায় ৪ হাজার ৬৯৪ হেক্টোর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার লক্ষমাত্রা ৩১ হাজার ৪৫০ মেট্রিক টন যা সরকারী খাদ্য গুদামের চাহিদার থেকেও অনেক বেশি।

খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, খাদ্য পুরিদর্শক ও ওসি এল এস ডি শাহাবুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর