শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

দৌলতপুরে ইজিবাইকসহ যুবক নিখোঁজ

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারী চালিত ইজিবাইকসহ চালক সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ সাগর হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিখোঁজ যুবকের চাচাতো ভাই রিপন আলী (৩৫) দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে প্রতিদিনের মত জীবিকার জন্য সদ্য ক্রয়কৃত ইজিবাইকটি নিয়ে গত ২১ এপ্রিল আনুমানি সকাল ৮ টার দিকে সাগর হোসেন বাড়ী থেকে বের হয়। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও সাগর হোসেন বাড়িতে ফিরেনি। পরবর্তীতে তার ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোথাও কোন খোঁজ না পেয়ে, বিপদ হতে পারে এমন চিন্তা করে পরের দিন দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজ যুবকের চাচাতো ভাই রিপন আলীর সাথে কথা হলে তিনি বলেন আমার চাচাতো ভাই সাগর হোসেন ইজিবাইকসহ নিখোঁজ। আমরা পরিবারের সকলে তিন দিন ধরে সাধ্যমতো সব জায়গায় খোঁজ করে এখনো তার কোন সন্ধান পাইনি। (২২ এপিল) সোমবার দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ও (২৩ এপ্রিল) মঙ্গলবার কুষ্টিয়া র‌্যাবে অভিযোগ করেছি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন নিখোঁজের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে, আমরা অনুসন্ধান করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর