শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

দৌলতপুরে আ. লীগের পতাকা তলে থাকার আহ্বান জানিয়ে নৌকার শ্লোগান দিলেন বীর মুক্তিযোদ্ধারা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৭০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে আওয়ামী লীগের পতাকা তলে থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এসময় তারা নৌকার শ্লোগানও দেন।

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শনিবার ১৬ ডিসেম্বর সকালে বক্তব্যে এসব প্রসঙ্গে কথা বলেন বক্তারা, তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রগতি প্রসঙ্গ।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠক নেতৃবৃন্দসহ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: কা: ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা হাত তুলে জয় বাংলা ও নৌকার শ্লোগান দেন। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

এর আগে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে রাখা হয় বর্ণাঢ্য আয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর