কুষ্টিয়ার দৌলতপুরে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০ জন অসহায় দরিদ্রদের মাঝে টিউবয়েল বিতরণ করা হয়েছে। (১৪ আগস্ট) রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অসহায়দের মাঝে এ টিউবয়েল বিতরণ করা হয়।
আল খায়ের ফাউন্ডেশনের কান্টি ডিরেক্টর তারেক এম সজিব ও এডভাইজার ডা. মোশায়েদ রহমান মুনের ব্যাবস্থাপনায় সারা দেশে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তারিই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ের ৪০ জন অসহায় দরিদ্রদের মাঝে বিনা মুল্যে এ টিউবয়েল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি টিপু নেওয়াজ প্রমুখ।