শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

দৌলতপুরের সেই বৃদ্ধ দম্পতির পাশে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৪:০৭ অপরাহ্ন

অবশেষে অবসান ঘটতে পারে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের সেই বৃদ্ধ দম্পতির সন্তানদের সাথে ভুল বুঝাবুঝির।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার সেই বৃদ্ধ দম্পতির খোঁজ খবর নিতে তাদের এলাকায় যান। ইউএনও বৃদ্ধার ছেলে মেয়েকে ডেকে বাবা মাকে ঘরে নিবার জন্য বোঝানোর চেষ্টা করেন, পরে বৃদ্ধ দম্পতিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিনের খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় অন্যান্যদের সাথে ছিলেন প্রকল্প বরাদ্দ কর্মকর্তা আব্দুল হান্নান।

এর আগে ওই দম্পতির মানবেতর জীবনযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের বাসিন্দা নূর আলী খাঁ (৭৮)ও স্ত্রী সুফিয়া খাতুনকে (৭২)-এর শেষ জীবনে অস্বাভাবিক জীবনযাপনে হতবাক হয়েছেন সবাই।

এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বৃদ্ধ বাবা মা ও সন্তানদের উভয়ের মধ্যে বিবাদ রয়েছে তাদের উভয় পক্ষকে বোঝানো হয়েছে। তারা শিগগিরই একসাথে থাকবেন বলে আশা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর