কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুল ও তার লোকজনের হামলায় ভুরকা পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সহ পাঁচ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় মূলত ঈদগার জমি কে কেন্দ্র করে, পাঁচ বছর আগে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে সাবেক চেয়ারম্যান মাহাবুলের নিজ নামের ১০ কাঠা জমি ঈদগাহের জন্য ক্রয় করেন এলাকাবাসী। পরে সে-ই জমি রেজিস্ট্রি করে দিব দিচ্ছি বলে পাঁচ বছর ধরে ঘুরাতে থাকে এলাকার লোকজন কে সাবেক ঐ চেয়ারম্যান।
গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে ভুরকা পাড়া জামে মসজিদের সভাপতি জাহিদুল ইসলাম বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বললে তাতেই বাধে বিপত্তি।
এমন অবস্থায় চেয়ারম্যান মাহাবুল, দাউদ,হারুন, মতিবার,বাবু,নুরুজ্জামান, মোস্তফা সহ বেশ কয়েকজন সুপরিকল্পিতভাবে ভুরকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি জাহিদুলের উপর হামলা চালায়।
হামলার বিষয়টি জানতে পেরে জাহিদুলের বড় ছেলে সহ তার আত্মীয়-স্বজন এগিয়ে আসিলে তাদের উপরেও হামলা চালায় মাহাবুল চেয়ারম্যানসহ তার লোকজন।
হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মসজিদ কমিটির সভাপতি জাহিদুল, তার ছেলে ফারুক, ও তার বড় ভাবি সহ মোট পাঁচ জন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জাহিদুল সহ আরো দুইজন বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে সঠিক তদন্ত করে বিচার দাবি করেছেন ভুরকা পাড়া জামে মসজিদ কমিটির আহত সভাপতি জাহিদুল সহ স্থানীয় লোকজন।
এবিয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান এজাহার পেয়ে প্রাথমিক তদন্ত শেষে একজন আসামি ধরা হয়েছে। বাকিদের ধরার প্রক্রিয়া চলছে।