কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে সাবেক মেম্বার আব্দুর রশিদের বাড়ির সামনে নির্মাণাধিন ইউ ড্রেনের কাজ ঢালায়ের মধ্যে দিয়ে সম্পন্ন করলেন ৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু।
আাজ সকাল ১১টার সময় চেয়ারম্যান বাবু সহ আব্দুর রশিদ মেম্বার ও স্থানিয়দের সাথে নিয়ে শেষ ঢালায়ের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হয়।
এই ইউ ড্রেন নির্মাণের মধ্যে দিয়ে দিঘলকান্দি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ এর সুবিধা ভোগ করবে বলে জানান আব্দুর রশিদ মেম্বার।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু বলেন অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকয় উন্নয়ন মূলক কাজ অব্যাহত রয়েছে, এই ইউ ড্রেনটিও তার অংশ বিশেষ
এই ড্রেনের মাধ্যমে দিঘলকান্দি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া বিলের পানি প্রবাহ সচল থাকবে ও কৃষকরা মাঠে যাওয়া আসার জন্য এই ড্রেনের উপরী ভাগ পথ হিসেবে ব্যাবহার করতে পারবে।
যার ফলে পুরো গ্রামের মানুষ এই ড্রেনের সুবিধা ভোগ করতে পারবে ও এলাকার মানুষের অনেকাংশে দুর্ভোগ লাঘব হবে বলেও তিনি জানান।
এ জাতীয় আরো খবর...