সম্প্রতি দৌলতপুরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গৃহকর্মী আনুমানিক ৩০ বছর বয়সী মঞ্জিরা খাতুনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রহস্যজনক ঘটনা হওয়ায় চলছে নানা গুঞ্জন।
গেল ১৬ মে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে, পোস্টমর্টেম প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হয় শীতলাইপাড়া গ্রামের মিনহাজের স্ত্রী মুঞ্জিরার।
দরিদ্র পরিবারের ওই নারী, গৃহকর্মী হিসাবে কাজ করতেন দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, এ অঞ্চলের সুপরিচিত ঠিকাদার, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ছাদেকুজ্জামান খান সুমনের মাস্টার পাড়ার বাসভবনে। জানা গেছে, মঞ্জিরা খাতুন থাকতেনও সেখানে।
ঘটনার দিন শুরুতেই লাশের স্ব-চিত্র দৃশ্যের প্রত্যক্ষদর্শীরা প্রশ্ন তোলেন এটি নিতান্তই আত্মহত্যা নয়। দিনব্যাপী সংশ্লিষ্ট থানা অনেকটাই বিভ্রান্তিকর তথ্য দিলেও, পরবর্তী সময়ে ১৬মে ওসি জাবীদ হাসান জানান নিহত ওই নারীর লাশ আত্মহত্যা নয় বলে প্রশ্ন উঠেছে, সেকারণেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার দিন বেলা গড়িয়ে গেলেও ওই ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা প্রকাশ চন্দ্রসহ অন্যান্য পুলিশ সদস্যরা বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন সংবাদকর্মীদের। এসব নিয়ে মোটা দাগে খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
ঘটনা যখন মোড় নিতে থাকে, থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায় বিষয়টি গভীর তদন্ত চলছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য পুলিশ সুত্র জানায়, এটি আত্মহত্যা নয় বলে পুলিশেরও সন্দেহ রয়েছে।
নিহত নারীর শরীরের প্রাথমিক ভাবে বিভিন্ন অঙ্গে আঁচড়সহ নানা দাগ পাওয়া গেছে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সুত্রে।
কুষ্টিয়ার দৌলতপুরের একটি গ্রামে সিরাজুল ইসলামের মেহেগুনী বাগানের এক ধারে ছোট্ট একটি শিশু গাছ থেকে মুঞ্জিরার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে পার্শ্ববর্তী গ্রামে বাবার বাড়ি বেড়িয়ে ছাদিকুজ্জামান খান সুমনের বাড়ির উদ্দেশ্যে বিকালে রওয়ানা হয় নিহত মুঞ্জিরা। পরদিন সকালে পাওয়া যায় তার লাশ।
মুঞ্জিরার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে কি-না জানা যায়নি। ২৫ জুন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবীদ হাসান জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন এখনও আসেনি। অধিকতর তদন্তের জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে, বিষয়টি নিয়ে নানা গুঞ্জন এখনও চলমান দৌলতপুরের বিভিন্ন মহলে।