কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ মার্চ সোমবার দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সম্মেলনে কথা বলেন, দৌলতপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ মার্চ প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীনদের জমিসহ বাড়ি প্রদান করবেন। এর আগে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে গৃহ প্রদান করা হয় দৌলতপুরে। শেষবার বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, দৌলতপুরে ভূমিহীন গৃহহীন শূণ্য প্রায়।