তীব্র তাপদাহে পুড়ছে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা চরের বাদামক্ষেত, ফলন বিপর্যেয়র শঙ্কায় চাষীরা। এপ্রিলের তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। এ মৌসুমে ভালো ফলন বাজার দামও ভালো পাবেন বলে মনে করছিলেন তারা।
কিন্তু ফলনের মাঝপথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপদাহ। এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। তবে কর্তৃপক্ষ বলছেন, তাপদাহে দৌলতপুরের চরাঞ্চলে বাদাম চাষীরা এবার ক্ষতিগ্রস্থ। আগামীতে সেচ ব্যাবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ।
উপজেলার ফিলিপনগর,রামকৃঞ্চপুর, চিলমারী ইউনিয়নে পদ্মানদীর জেগে উঠা চরে বাদাম চাষের উপযোগী হলেও এবার তীব্র তাপদাহে বাদামের গাছ শুকিয়ে ঝিমে গেছে। এতে আর্থিকভাবে লোকসানের আশঙ্কা কৃষকদের।
উপজেলার ফিলিপনগর গ্রামের বাদাম চাষী সাইফুল ইসলাম বলেন, গত বছর বাদামে লাভ হলেও সেই আশায় এবার ৫ বিঘা বাদাম লাগিয়েছি। রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যাবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে।
ইসলাপুরের মানিক হোসেন জানান, এ বছর ২৬ বিঘা বাদাম লাগিয়েছি, প্রতি বিঘা বাদাম চাষে ১৭-১৮ হাজার খরচ হয়েছে। অতিরিক্ত খরার কারনে প্রায় ৮ বিঘা বাদাম একেবারেই নষ্ট হয়ে গেছে।
এতে প্রায় ১ লক্ষ ৩০ হাজার লোকশানের আশংকা করছেন তিনি। আরো কিছুদিন তাপদাহ অব্যাহত থাকলে বাকি জমির বাদাম নষ্ট হয়ে যাবে।
একই এলাকার বাদাম চাষী সোলাইমান হোসেন জানান, গত বছর ৫ বিঘা বাদাম ছিলো, এবারে ৮ বিঘা লাগিয়েছি কিন্তু অতিরিক্ত খরার কারনে সব বাদাম পুড়ে গেছে। এবছরে সবই লস। এলাকায় এবছরে বৃষ্টি নাই, সেচ দিয়ে বাদাম রক্ষা করাও সম্ভব হচ্ছে না।
অতিরিক্ত রৌদ্রের তাপে সব নষ্ট হয়ে গেছে। ক্ষতি পোষাতে সরকারী সহযোগীতা কামনা করেন।
পদ্মার বুকে জেগে ওঠা চরে বাদাম চাষি রফিকুজ্জামান জিল্লু নামের এক ইউপি সদস্য জানান, অনেকটা শখের বসে দশ বিঘা জমিতে বাদাম চাষ করেছিলাম কিন্তু অনাবৃষ্টি আর রোদে সমস্ত বাদাম গাছ পুড়ে গেছে।
এদিকে দৌলতপুর কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আলী আহম্মেদ বলেন, এ বছর দৌলতপুরে ৮ শত ১৮ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।
এদিকে দৌলতপুরে বৃষ্টি নাই তার উপর তীব্র তাপদাহের কারনে বাদাম চাষীরা ক্ষতিগ্রস্থ। তবে আগামীতে সেচ ব্যাবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ দেন কৃষকদের।