শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

দেশসেরা ফ্রিল্যান্সারের সম্মান পেলেন খোকসার মাহফুজ

প্রতিবেদক, ঢাকা অফিস / ১৩৪৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৪:৩২ অপরাহ্ন

হাজার হাজার ফ্রিল্যান্সারকে টপকিয়ে দেশসেরা ফ্রিল্যান্সারের সম্মাননা পেয়েছেন কুষ্টিয়ার খোকসার মাহফুজুর রহমান।রবিবার (২০ আগস্ট) ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ-এফওবি’ আয়োজিত জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে এ সম্মাননা তুলে দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

ফ্রিল্যান্সার সম্মেলনের আহ্বায়ক ফয়সাল মোস্তফা বলেন, ফেসবুকভিত্তিক ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (এফওবি)’ গ্রুপ আয়োজিত সম্মেলনে সারা দেশ থেকে সেরা ১৫ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা প্রদান করা হয়। সেখানে ঢাকা বিভাগ থেকে অংশ নেয়া খোকসার মাহফুজুর রহমান দেশসেরা ফ্রিল্যান্সার মনোনীত হন।

মাহফুজুর রহমান বলেন, আইসিটি সেক্টরে নতুনদের নিয়ে দারুণ কিছু করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। এখন নতুনরা শিখতে গিয়ে অনেক প্রতিষ্ঠান থেকে প্রতারিত হচ্ছে। যার ফলে প্রথম দিকেই তারা হতাশা এবং নিজেদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। যা এই পেশার প্রতি খারাপ ধারণা সৃষ্টি করে।

তরুণদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নানা রকম দক্ষতা অর্জন করতে হয়। তা না হলে পিছনের সারিতে পরে থাকতে হবে।

খোকসা নিয়ে বিশেষ পরিকল্পনা আছে জানিয়ে মাহফুজ বলেন, খোকসার তরুণদের স্বাবলম্বী করতে আন্তর্জাতিক মানের একটি আইটি ফার্ম করার ইচ্ছে আছে।

প্রসঙ্গত মাহফুজুর রহমানের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল গ্রামে। বাবার চাকরির সুবাদে ছেলেবেলা থেকেই ঢাকায় অবস্থান করেন। কম্পিউটার সায়েন্স নিয়ে ইতোমধ্যেই চুকিয়েছেন পড়াশোনার পাঠ।

২০১৮ সালে তিনি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ শুরু করেন। প্রথমে একা কাজ করলেও পরে কাজের পরিধি বাড়লে তিনি টিম নিয়ে কাজ করা শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর