কুষ্টিয়ায় দুর্ঘটনার কবলে পড়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানার সামনে এনে রেখেছিল পুলিশ। সেটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে চৌড়হাস হাইওয়ে থানা সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গত সোমবার কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে তাদের থানার সামনে মহাসড়কের পাশে রাখে। বুধবার রাতে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে বেরিয়ে আসবে, কারা অগ্নিসংযোগ করেছে। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।