বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. বিপ্লব হোসেন (১৫) নামে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  (৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিপ্লব উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, সকাল দশটার দিকে মোটরসাইকেল যোগে বাসা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে চড়াইকোল বোড অফিস এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয় আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর