শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

দীঘল রানী কাব্যগ্রন্থের মোরক উন্মোচন ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১:৫৮ অপরাহ্ন

আমাদের জীবনে অনেক কিছু ঘটে , কিছু ঘটনা সারা জীবনের জন্য চীর স্মরনীয় হয়ে হ্রদয়ে দুলা দেয় , ঠিক তেমনই একটি ঘটনা ছিল গত কাল।

বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নজরুল একাডেমিক এ আমার সম্প্রতি বইমেলায় প্রকাশিত “দীঘল রাণী” কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন ও সংবধ’না প্রদান করেন করা হয়েছে।

এসময় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ডাঃ শামসুন নুর মানব প্রধান অতিথি আসন অলংকৃত করেন সাবেক শিক্ষা মন্তনালয়ের সচীব ও বতমানে সিলেট লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার আমার শ্রদ্বেয় দাদা বনমালি ভৌমিক, বিশেষ অতিথি ছিলেন আমার অতি প্রিয় কলেজ সহ পাটি বন্ধু সুনাম ধন্য আইন জীবি মোহাম্মদ নিজাম উদ্দিন পি পি , সিলেট জেলা ও দায়রা জজ আদালত,অতিথি হয়ে যোগ দেন ভারতের এিপুরা হতে আগত বিশিষ্ট বাচিক শিল্পী কবি সুনন্দা দেবনান ,সাথে নিয়ে আসেন উপহার আগরতলার উজ্জানতা প্যালেসের চিএকম’, মৌলভী বাজারের বিশিষ্ট শিক্ষাবিধ কবি মায়া ওয়াহেদ , নজরুল একাডেমির অধ্যক্ষ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস ,মুখ্য আলোক আমাদের বিশ্ব কবি মন্চের সুযোগ্য কেন্দীয় কমিটির আহব্বায়ক , অনুস্টানের সাবিক সহযোগিতা ও আয়োযক আমার অতি আপনজন দাদা পুলক কান্তি ধর ।

আরো ও বক্তব্য রাখেন ইংরেজী অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিবব , হবিগঞ্জ পয়েট ক্লাবের সভাপতি কবি নিলুফার ইয়াসমিন ,চ্যানেল এস সিলেট চীপ রিপোর্টার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মঈন উদ্দিন মন্জু ,কবি জান্নাত আরা পান্না,কবি ফকির মাহমুদ ,কবি অসিম পাল ,কবি রীণা কম’কার , সদস্য গ্যালারিতে আরো ছিলেন আমার বড় বোন শাহিনা আক্তার মায়া, আমার সহ ধম’নী জাহেদা আক্তার লিপি, চাচা খলিলুর রহমান , শামসুর রহমান , চাচী ও ভাগনি মারিয়া সহ অনেক শুভান্যধায়ী , সবার নিকট আমি চিরকৃতজ্ঞ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর