বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এবং যারা দলের জন্য শ্রম দিয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে। কেন্দ্রীয় নেতারা আপনাদের পাশে আছে এবং থাকবে।
রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
সেলিম আলতাফ জর্জ, ‘আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দারিদ্র্য নির্মূল, বেকারত্ব দূর, কর্মসংস্থান সৃষ্টি, আবাসন, অবকাঠামো নির্মাণসহ সব কাজ করে যাচ্ছেন। পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেলের মতো বড় বড় কাজ হচ্ছে। যাতে বিরোধী দল বিএনপির গত্রদাহ শুরু হয়েছে। আগামী নির্বাচনের আগে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এই বিএনপি-জামাত জঙ্গিদের মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করে, আগামীতেও করবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।’
তিনি আরও বলেন, বিএনপি-জামাত ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশটাকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। জঙ্গিদের অভয়ারণ্য গড়ে তুলেছিলো। দুর্নীতিতে পর পর ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলো। তারা যেন আবার সেই সুযোগ না পায়, সে জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
বর্ধিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, দুর্নীতিবাজ তারেক জিয়া বাংলার মাটিতে যেন আর দুর্নীতি না করতে পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের কাছে আপনাদের যেতে হবে, নেত্রীর কথা বলতে হবে, উন্নয়নের কথা বলতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।