আজ ১৮ই এপ্রিল, ২০২৩ ইং রোজ মঙ্গলবার ইফতার বাদ থানাপাড়া ঈদগাহ কমিটি, কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আজগর আলীর থানাপাড়াস্থ বাসভবনে। সভায় সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক জনাব আয়ুব হোসেনের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে এবছর ঈদ-উল-ফিতর এর দুটি জামাতের সিদ্ধান্ত গৃহীত হয়।
১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ ঘটিকায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ ঘটিকায়। থানাপাড়া ঈদগাহ, কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানাপাড়ার বাসিন্দাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। থানাপাড়া ঈদগাহ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির পৌপুত্র এবং বর্তমান কমিটির সদস্য ফয়সাল ইকবাল মৌসুম বলেন, ঈদের জামাত সফল করতে সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দেয়াল রঙ সহ, মাঠ পরিষ্কার ও আংশিক সংস্কার করা হয়েছে।
থানাপাড়া ঈদগাহ, কুষ্টিয়ার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক, তরুণ আইনজীবী ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সংগঠক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল জানান ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ ময়দান নতুনভাবে সাজানো হয়েছে, ঈদগাহ গেট ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে মুসলিম জাহানের অন্যতম প্রধান আনন্দ উৎসব ঈদ এর জামাত সুশৃঙ্খল ভাবে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ১৯৮৪ সাল থেকে নিয়মিতভাবে ২ নং ওয়ার্ড এলাকায় গড়াই নদীর থানাপাড়া বাধ সংলগ্ন মাঠটিতে প্রতি বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক মুসল্লীগণ প্রাকৃতিক আবহাওয়া জনিত কারণ ছাড়া প্রতিষ্ঠার পর থেকে এ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করে।