শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কুষ্টিয়ার এক জনপ্রতিনিধি

কুষ্টিয়ার সময় ডেস্ক / ৫০৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৩:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা বাড়িতে পৌঁছে দিচ্ছেন এক জনপ্রতিনিধি। অসচ্ছল ও কর্মহীনদের অসুবিধার কথা চিন্তা করে নিজের মোটরসাইকেলে প্যাকেট তুলে নিয়ে ছুটছেন কুষ্টিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত।

শরীফুল ইসলাম কুষ্টিয়া জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তার ১৩০টি প্যাকেট ভাগে পেয়েছেন অসচ্ছল ও কর্মহীনদের মধ্যে বিতরণের জন্য।

এর মধ্যে ৫০টি প্যাকেটই তিনি প্রাপকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। বাকি ৮০টি গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন বটতৈল জেলা পরিষদের মার্কেটের সামনে।

শরীফুল ইসলাম বলেন, ‘চিন্তা করলাম, যাঁরা এই খাদ্যসহায়তা নিতে আসবেন তাঁরা অসহায়। আসতে খরচ হবে। অনেকেই আবার অসুস্থ।

আছে করোনা সংক্রমিত হওয়ার ভয়। এ কারণে আমি নিজেই উপহারের প্যাকেট বারবার মোটরসাইকেলে তুলে খুঁজে খুঁজে তাঁদের বাড়িয়ে দিয়ে এসেছি।’

শরীফুল ইসলাম আরও বলেন, ‘অসহায় মানুষের সংখ্যা আরও বেশি। তাই নিজ থেকে আরও ৫০০ প্যাকেট তৈরি করে মানুষকে বিলি করেছি।’ সবাইকে করোনা সম্পর্কে সচেতন করার কথাও বলেন তিনি। এতে মানুষের উপকার হচ্ছে।

সূত্র : আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর