শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় ২১ দিনেও গ্রেফতার হয়নি কুষ্টিয়ার মতি

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ২:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়নের (তৃতীয় শ্রেণীর ছাত্রী) কে ধর্ষণের অভিযোগে ২১ দিন পার হলেও অভিযুক্ত একই গ্রামের ৬৫ বছর বয়সী মতিয়ার রহমান মতি মন্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত মতি মন্ডল রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।

উল্লেখ্য, গত শনিবার (২৭ মে) সন্ধ্যা সাতটার দিকে অভিযুক্ত মতিয়ার মন্ডল চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে রেখাকে (ছদ্রনাম) বাড়ির পাশের একটি বাগানে ডেকে নিয়ে যায়। এরপর জোর পূর্বক শারিরীক নির্যাতন শুরু করলে মেয়েটির আত্ম চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে রেখাকে (ছদ্রনাম) উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাত নয়টার দিকে ভর্তি করেন।

হাসপাতালে গিয়ে সেই দিন দেখা যায়, মেয়েটির পরনের জামাটির মাঝ বরাবর ছেড়া এছাড়া বুকের উপর আচড়ের দাগ রয়েছে, গলা চেপে ধরেছিলো যেন চিৎকার করতে না পারে, হাসপাতালের বেডে মেয়েটি ঘুমের মাঝেও ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠছিলো।

এবিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেয়েটির সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করছেন।গত (২৮ মে) সকালে মেয়েটির প্রাথমিক চিকিৎসা শেষে ম্যাজিষ্ট্রেটের কাছে নিয়ে গিয়ে তার জবানবন্দী নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর