সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তেমনি একজন সময়ের সাহসী তরুণ সাংবাদিক মোঃ সবুজ হোসেন। এ সময়ের সাহসী সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের কাগজ ও দৈনিক স্বদেশ বিচিত্রা কুমারখালী উপজেলা প্রতিনিধি ও বিজয় টেলিভিশন ক্যামেরা পার্সন হিসাবে কর্মরত আছেন।
যেখানেও অন্যায়, অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন, সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পথচারণা। যেকোনো মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল রহস্য। অপরাধ ও অপরাধী যত গভীরে থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতির সম্মুখে। যিনি সত্যের সন্ধানে নির্বিক সাংবাদিক, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জিহাদী। অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী । অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এই সময়ের প্রিয় প্রতিবাদী ও তরুণ সাংবাদিক সকলের প্রিয় মুখ মোঃ সবুজ হোসেন। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা।
আজকের এই দিনের পৃথিবীতে এসেছেন তাই শুভেচ্ছা আপনাকে তাই অনাগত হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভক্ষণে ২০০১ সালের ৭ই নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চোরাই কল পুঁটিয়া গ্রামে তার জন্ম এক সম্ম্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য।
সাংবাদিকতার শুরুটা ২০১৮ সাল থেকে। ছাত্র জীবন থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন মোঃ সবুজ হোসেন সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই ভাবতে চান না। মোঃ সবুজ হোসেন নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, উত্তম চারিত্রিক গুণাবলী ব্যাক্তিত্ব সম্পন্ন। অল্প বয়সে এত সাফল্যের পেছনের শত্রু মনে করেন ইতিবাচক থাকাকে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। শ্রমিক্ত এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন মোঃ সবুজ হোসেন।