বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

ঢাকায় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন কুমারখালীর মকলেছুর!

কুষ্টিয়ার সময় অনলাইন / ১১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু (১৪ তম) আইটিএফ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন কুষ্টিয়ার মকলেছুর রহমান।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনসার ব্যাটালিয়ামের হয়ে স্বর্ণপদক পান মকলেছুর।

স্বর্ণ জয়ী মো. মকলেছুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আগ্রাকুন্ডু গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি আনসার ব্যাটালিয়ানে চাকরি রত আছেন। দীর্ঘ ১৪ বছর যাবত আনসার ব্যাটালিয়নের হয়ে দেশ ও দেশের বাইরে চারটি ইভেন্টে ন্যাশনাল টিমে কুস্তি, জুডু, উশু আই টি এফ তায়কোয়ন্দো খেলে দশটির অধিক স্বর্ণপদক পেয়েছেন মকলেছুর।

তায়কোয়ান্দো প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। সিনিয়র ক্যাটাগরিতে নারী ও পুরুষ দুইটি বিভাগে ২৪ টি স্বর্ণপদক প্রতিযোগিদের মধ্যে পুরুষ সিনিয়র বিভাগের হয়ে মকলেছুর তায়কোয়ান্দো সোনা জেতেন।

মকলেছুর রহমান বলেন,নিজ জেলা কুষ্টিয়ায় তায়কোয়ন্দো নিয়ে কাজ করতে চাই। এই বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী,গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশে তায়কোয়ন্দোর প্রবর্তক‌ ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ন্দোর এসোসিয়েশনের মহাসচিব, মাস্টার সোলায়মান সিকদারসহ এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তারা।

বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়ন্দো প্রতিযোগিতা-২০২২” এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হারুন ও আব্দুল খলিল। অপরদিকে ম্যাট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিজয় দাস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর