বিশ্বব্যাপী ডেনিম তৈরি ও বিপণণ ব্যবসা এগিয়ে নিতে সবচেয়ে প্রভাবশালীদের তালিকা “দ্য ২০২১ রিভেট ৫০”-তে উঠে এসেছে ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিনের নাম।
গত ১ অক্টোবর আন্তর্জাতিক অঙ্গনে ডেনিমের সঙ্গে কাজ করা প্রতিষ্ঠান গ্লোবাল মিডিয়া অথরিটি “রিভেট” এ তালিকা প্রকাশ করে।
এ শিল্পে কর্মরত ব্যক্তিবর্গের মনোনয়ন ও ভোটের মাধ্যমে এ তালিকাটি তৈরি করা হয়েছে। এতে অনলাইনে ১৬শ’র বেশি ভোট পড়েছে। মূলত, নির্বাহী, ডিজাইনার, সাপ্লাই চেইন, মিল এবং এজেন্টস অব চেঞ্জ এই ৫ ক্যাটাগরিতে ভোট অনুষ্ঠিত হয়।
এদিকে, এ তালিকায় নাম উঠে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করে লিঙ্কডইনের এক পোস্টে মোস্তাফিজ উদ্দিন বলেন, “২০১৮ সালের পর ২০২১ সালেও “পরিবর্তনের দূত” (এজেন্ট অব চেঞ্জ) বিশ্ব ডেনিম শিল্পের সবচেয়ে প্রভাবশালী নেতাদের বার্ষিক সূচক রিভেট ৫০ -এ আমাকে অন্তর্ভূক্ত করার জন্য সোর্সিং জার্নালকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের প্রতি সম্মানিত এবং কৃতজ্ঞ। যারা আমাকে বিশ্বাস করে এবং আমার প্রচেষ্টা চালিয়ে যেতে এবং বিশ্বব্যাপী ফ্যাশন শিল্পে প্রত্যাশিত পরিবর্তন আনতে সর্বদা আমাকে অনুপ্রেরণা দেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
প্রসঙ্গত মোস্তাফিজ উদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামের সন্তান। তবে তার বেড়ে ওঠা বন্দর নগরী চট্টগ্রামে। পেশাগত কারণে চট্টগ্রামেই থাকেন তিনি।
সূত্র : ঢাকা ট্রিবিউন