বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ গেল প্রেমিক-প্রেমিকার 

কুষ্টিয়ার সময় অনলাইন / ২৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৭ মে, ২০২৩, ২:৩২ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে নীল সাগর এক্স‌প্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা ক‌রে‌ছেন। বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের জোড়বাড়ী এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) ও একই উপজেলার হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনেই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিক।

পরিবার সূত্রে জানা যায়, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হ‌লে তা‌দের প‌রিবার সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার তারা কর্মস্থল থেকে নিখোঁজ হন। এরপর তারা সকা‌লে বাসাইল জোড়বাড়ী এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। পরে সকালে স্থানীয়রা তাদের মর‌দেহ দে‌খে পুলিশকে খবর দেন।

জোড়বাড়ী লেভেলক্রসিংয়ে গেট কিপার সুলতান মাহমুদ বলেন, ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে নিহতদের মর‌দেহ নিয়ে গেছে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক বলেন, প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যা করেছেন। নিহতদের মর‌দেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর