ট্রাক প্রতীক পেলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে এই প্রতীক পেয়েছেন তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুষ্টিয়ার ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আব্দুর রউফ কুষ্টিয়ার সময়কে বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। আমার মার্কা ট্রাক। জনগণ আমার সাথে আছেন ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।