শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

টাকার অভাবে অপারেশন করতে পারছে না আখিঁর মায়ের

ওবাইদুর রহমান আকাশ / ১০৬০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১২ জুন, ২০২১, ১১:২২ পূর্বাহ্ন

আখিঁর পরিবারে পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানসহ সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহব্বান ও অনুরোধ করেন তার পরিবারে স্বজনেরা ও বন্ধু-বান্ধবরা। সাহায্য পাঠানোর জন্য- বিকাশ (পার্সোনাল) – ০১৭০৫-৩৭১০৭৩ ও রকেট- ০১৭০৫-৩৭১০৭৩৬ আখিঁর খুব কাছের বান্ধবীর নাম্বার এবং নগদ- ০১৯৯৫-৮৩৫৬৯৮ আখিঁর নিজের নাম্বার।

মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, মাত্র ২ লাখ টাকার অভাবে অপারেশন করতে পারছেন না কুষ্টিয়ার খোকসার কালিবাড়িপাড়ার সেলিনা খাতুন (৫০)। সে মৃত বাদশা আলমের স্ত্রী। তাদের তাঁত কাজ আর বড় মেয়ে আখিঁর প্রাইভেটের টাকায় কোনো মত সংসার চলে। তবে ১৭ বছর আগেই বাবাকে হারিয়েছে আঁখি আর সেলিনা খাতুন হারিয়েছে স্বামী। মায়ের অপারেশনের চিন্তায় দিশেহারা পরিবারটি।

সেলিনা খাতুনের বাবার বাড়ি উপজেলার আমবাড়িয়া গ্রামে। তিনি একই উপজেলার কালিবাড়ির পাড়ার আব্দুল গণির ছেলে মৃত বাদশা আলমের স্ত্রী। সেলিনা খাতুনের দুই মেয়ে। বড় মেয়ে আখিঁ আর ছোট মেয়ে স্কুল পড়ুয়া মাধবী।

শবিবার (১২ জুন) উপজেলার কালিবাড়ি পাড়ার মৃত বাদশা আলমের স্ত্রী সেলিনা খাতুন বলেন, আমি বাড়িতে তাঁতের কাজ করি। দুই মেয়ে ও অসুস্থ শশুর শাশড়িকে নিয়ে কোন রকম আমার সংসার চলে। ১৭ বছর আগেই স্বামীকে হারিয়ে তাদেরকে নিয়ে কোনো মত জীবনযাপন করছি। র্দীঘদিন অসুস্থ কোন রকম চিকিৎসা নিয়ে দিন পার করছি। আবার অসুস্থ কারণে ঠিক মতো কাজও করে পারি না। শুধু তাই নয় অর্থের অভাবে ঠিকমত ঔষধ খাওয়া হয়নি বলেও জানান তিনি।

ছলছল চোখে তিনি আরো বলেন, তবে সময়মত অপারেশন না করতে পারলে মারাত্মক ঝুকি রয়েছে এমটা জানিয়েছে চিকিৎসক। তবে অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন যেটা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না।

সরজমিনে গিয়ে কথা হয় আখিঁর ফুফাতো ভাই মো. রতন আলীর সাথে তিনি বলেন, আখিঁর মায়ের চিকিৎসার জন্য প্রায় লাখ খানে টাকার প্রয়োজন। মায়ের তাঁতের কাজ আর আখিঁ প্রাইভেট পড়ায়ে অসুস্থ দাদা-দাদী ও ছোট বোনকে নিয়ে কোনো মত টেনেটুনে সংসার চলে তাদের। কিন্তু অপারেশন করার টাকাও এ মুহূর্তে পরিবারের কাছে নেই। সমাজের বিবেকবান মানুষ ও স্বচ্ছলদের সহযোগিতা হাত বাড়িয়ে পরিবারটি পাশে দাঁড়ানোর অনুরোধও জানান তিনি।

বাবাকে হারিয়ে আখিঁ আলমগীর মাকে (সেলিনা খাতুন) বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছে তার পরিবারে স্বজনেরা ও বন্ধু-বান্ধবরা। সেলিনা খাতুনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধও জানিয়েছেন তার পরিবার।

এ দিকে আখিঁর পরিবারে পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানসহ সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহব্বান ও অনুরোধ করেন তার পরিবারে স্বজনেরা ও বন্ধু-বান্ধবরা। সাহায্য পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল) – ০১৭০৫-৩৭১০৭৩ ও রকেট- ০১৭০৫-৩৭১০৭৩৬ আখিঁর খুব কাছের বান্ধবীর নাম্বার এবং নগদ- ০১৯৯৫-৮৩৫৬৯৮ আখিঁর নিজের নাম্বার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর