কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতা মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তর সঞ্চালনায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, সাবেক কমান্ডার ফজলুল হকসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা।
আলোচনা সভায় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, খোকসা কুমারখালীর মাটিতে জামাত-বিএনপি’র ষড়যন্ত্র করলে সমূলে শেকড়সহ উপড়ে ফেলা হবে এমনটাই হুশিয়ারি দেন।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা ও অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।