কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারিতে বড় ভায়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। জানা যায় বটতৈল ইউনিয়ন বটতৈল মোড়ের বাসিন্দা মৃত মাহমুদ আলী মন্ডল তার মৃত্যুের পূর্বে তার সকল জমি জায়গা তার সকল সন্তানদের মাঝে রেজিষ্ট্রি করে বন্টন করলেও তার বড় ছেলে মহত আলী দীর্ঘ দিন ধরে নিজের ক্ষমতা দেখিয়ে ভোগ দখল করে আসছে। এই নিয়ে তাদের ভাই বোনের মধ্যে দীর্ঘ দিন ঝগড়া মারামারি হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ফরিদ আলী ঘটনার দিন তার প্রাপ্য জমির অংশ বুঝে নিতে চাইলে তার বড় ভাই মহৎ আলী, তার ছেলে মেহেদী, মেয়ে ছলিমা,স্ত্রী আকলিমা মিলে বেধরক মারপিট করে মারাত্মক ভাবে জখম করে এমতাবস্থায় নিহত ফরিদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ফরিদের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।