কুষ্টিয়ার দৌলতপুরে (এনজিও ভিত্তিক) দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে হারিজ উদ্দিন সুপার মার্কেটে এ অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রকল্প পরিচালক এম. এ. এইচ হাশেম এর সভাপতিত্বে ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আকবর হোসেন, রিফাইতপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম, দৌলতপুর ডিগ্রী কলেজের প্রভাষক তানজিন হাসান শাহিন, দারিদ্র্য বিমোচন জন কল্যাণ প্রকল্পের দৌলতপুর কো-অরডিনেটর সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রকল্প পরিচালক এম.এ এইচ হাশেম দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও টিউবল বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.