রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

ছড়া : শরৎ এলে…

চিত্তরঞ্জন সাহা চিতু / ৬৩১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৪:৩৯ অপরাহ্ন
শরতের আকাশ (ছবি : মুকুল আহমেদ রনি)

শরৎ এলে দোল খেয়ে যায়
সাদা কাশের বন
তুলোর মত মেঘগুলো সব
উদাস করে মন।

শরৎ এলে শিশির ভেজা
ঘাসের ডগায় হাসে
মাঠে মাঠে পাগলা হাওয়ায়
সবুজ ফসল ভাসে।

শরৎ এলে শাপলা-শালুক
নদীর জলে ফোটে
দুষ্টু ছেলে সাঁতার কেটে
অমনি সেদিক ছোটে।

শরৎ এলে পাখির গানে
জুড়ায় সবার প্রাণ
আকুল করে শিউলী-টগর
জুঁই-চামেলীর ঘ্রাণ।

শরৎ এলে জোনাক মেয়ে
ছড়ায় শুধু আলো
শরৎ এলেই শুভ্র আকাশ
লাগে ভীষণ ভালো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর