বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমারখালী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন সভায় সভাপতিত্ব করেন , বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অমিত কুমার সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সীমান্ত সাহা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক, বিজয় কুমার দে, যুগ্ন-আহবায়ক রুদ্র মালাকার, অনিক ঘোষ, অমিত কুমার বসু, প্রান্ত অধিকারী (জয়), হিমাদ্রী শেখর পাল, দীপ্ত মালাকার, সদস্য সচিব সুদীপ দত্ত সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে অমিত কুমার সরকার বলেন, বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশের ছাত্র ঐক্য পরিষদ তারুণ্যের প্রতীক হিসেবে বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
জেলা শাখার সহযোগী হিসেবে উপজেলা শাখা এ সমস্ত কর্মকাণ্ডকে আরো বেগবান করবে। সংগঠনের সাধারণ সম্পাদক সীমান্ত সাহা নবনির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, সমাজকল্যাণমূলক এই সংগঠনের সদস্য হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে সমস্ত কার্যক্রমে একান্ত ভূমিকা পালনে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কেবলমাত্র তখনই সংগঠনের প্রকৃত মোটিভ অর্জিত হবে।