কুষ্টিয়ার কুমারখালীতে কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ছাত্রীর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার কুমারখালী থানায় আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক গাফফার হোসেন (২০) শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের মুসা মন্ডলের ছেলে। সে অনার্স প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে বাড়িতে কেউ না থাকা অবস্থায় ওই ছাত্রী ঘরের দরজা খোলা রেখে শুয়ে ছিলো। এসময় গাফফার তাদের বাড়িতে আসে এবং ছাত্রীকে একা পেয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গাফফারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে গাফফারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দিয়ে গাফফার নামের যুবককে থানায় আনা হয়। পরে ছাত্রীটির বড় ভাই ধর্ষণচেষ্টার মামলা করেছেন।এবং আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।