কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মাসুদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর। সে কুষ্টিয়ার আধুনিক পত্রিকা দৈনিক আন্দোলনের বাজারের নিজস্ব প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৬টায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনশী লিটন।
সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ প্রায় দুই যুগের বেশি সময় ধরে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। মনিরুল ইসলাম দৈনিক ভোরের কাগজে ও ইত্তেফাক পত্রিকায় খোকসা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মনিরুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম এলাকার মনোয়ার হোসেনের ছেলে। সংসারজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও দীর্ঘদিনের সাংবাদিকতার সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক রাজা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিচুজ্জামান ডাবলুসহ খোকসা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সাংবাদিক মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শনিবার (৪ জুন) সকাল ৯টায় খোকসা বনগ্রাম পূর্বপাড়া জামে মসজিদর প্রাঙ্গণে সাংবাদিক মনিরুল ইসলামের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।