শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

চোরের উপদ্রবে অতিষ্ট খোকসাবাসী

মমিন হোসেন ডালিম / ৭১৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৩:১৯ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা থানাপাড়া প্রবাশী পল্লীতে নিত্য প্রয়োজনীয় পণ্যসাগ্রীর ডিলার, মামা ভাগ্নে এন্টার প্রাইজ এর গোডাউনে চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

বুধবার(১৭ই মার্চ,ইং) দিবাগত রাতে, খোকসা থানাপাড়া( কুষ্টিয়া ঢাকা মহাসড়ক সংলগ্ন) প্রবাশি পল্লীতে সোহেল মাজমাদারের বাড়ির নীচ তলায় নিত্য প্রয়োজনীয় পণ্যসাগ্রীর ডিলার, মামা ভাগ্নে এন্টার প্রাইজ এর মূল কেচি গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে গোডাউনের তালা ভেঙ্গে প্রায় সাড়ে পাঁচলক্ষ টাকার মালামাল চুড়ি হয়েছে বলে জানান, মামা ভাগ্নে এন্টার প্রাইজ এর মালিক মনিরুজ্জামান।

ভূক্তভোগী ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, এখানে মাঝে মাঝেই চুড়ির ঘটনা ঘটছে কিছুদিন আগেও কেচি গেটের তালা ভেঙ্গে এই বিল্ডিং এর দু-জন ভাড়াটিয়ার দুটো মোটরসাইকেল চুড়ি হয়েছে, তিনি অভিযোগের সুরে বলেন বাড়ির মালিক মূল গেটের সামনে থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভাড়াটিয়াদের নিরাপত্তার ব্যাপারে তার কোন মাথা ব্যাথাই নেই।

তবে চুড়ির ঘটনায় তিনি থানায় একটা অভিযোগ দায়ের করবেন বলে জানান।এছাড়া ছ্যাচড়া চোরের যন্ত্রনায় আছে সাইকেল চালক ও ব্যাটারি চালিত অটোভ্যান চালকেরা খোকসা হিলালপুর গ্রামের জনৈক নাজমুল (২২)বলেন, আমি কৃষি ব্যাংকের নীচে সাইকেল রেখে পাশের ফার্মেসেীতে যায় মাত্র তিন চার মিনিটের ব্যবধানে আমার সাইকের টি চুরি হয়ে যায়।

উল্লেখ্য, গত ১০ ই ফেব্রুয়ারী রাতে একই বিল্ডিং থেকে খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রানা এবং ব্যবসায়ী সৈয়দ হাদিউজ্জামান কায়েস এর গাড়ি চুড়ি হয়। এ বিষয়ে জাগাঙ্গীর আলম রানা বলেন, গাড়ী চুড়ির ঘটনায়, খোকসা থানাতে এজাহার দায়ের করা হয়েছে। খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার ৮ দিনের সময় চান গাড়ি উদ্ধার করার জন্য কিন্ত এক মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত গাড়ী উদ্ধার বা চোর চক্রকে ধরতে পারে নাই।তিনি দ্রুত এই চোর চক্রকে গ্রেফতার করে শাস্তীর দাবী জানান।

এ ঘটনায়, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি মামলা হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর