শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

চাচার মারির প্রতিশোধ নিলো আর্জেন্টিনার ৩ সমর্থককে পিটিয়ে ভাতিজা

নিজস্ব প্রতিবেদক / ২৩৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৬:৩৪ অপরাহ্ন

ব্রাজিল বনাম পেরুর মধ্যকার কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেঁধে এক ব্রাজিল সমর্থককে বেদম পিটুনি দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনায় আহত হয়ে ব্রাজিল সমর্থক হাসপাতালে ভর্তি রয়েছেন।

চাচাকে পিটুনির জেরে ব্রাজিলের সমর্থকেরা এবার আর্জেন্টিনার তিন সমর্থকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে, বিকেলে একই গ্রামে ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে (৬০) একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।  

আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া বলেন, মঙ্গলবার সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধোর করেন। মারধোর পরে সবাই পালিয়ে।

এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

চাচাকে মারধোরের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রাজিলের সমর্থক রেজিউলের লোকজন আর্জেন্টিনার সমর্থক জীবনের লোকজনকে বাজারে পেয়ে বেদম প্রহার করা হয়। এতে জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান নামের আর্জেন্টিনার সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর