যুবসমাজের প্রতিনিধি হয়ে কুষ্টিয়ার কুমারখালীর চাঁপড়া ইউনিয়নের মানুষের সুখ-দু:খে নিজেকে নিয়োজিত করতে চান সমাজসেবক তরিকুল ইসলাম তরুন। বিশাল পরিসরে সেবা করতে প্রতিনিধিত্ব করতে চান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। মানুষের প্রত্যাশা আর ভালোবাসায় চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন তরুণ এই সমাজসেবক। এজন্য চান দলীয় মনোনয়ন।
চাঁপড়ার সব শ্রেণি-পেশার মানুষের আস্থার নাম তরিকুল ইসলাম তরুন সবসময় মানুষের বিপদ-আপদে পাশে থাকেন। এই প্রজন্মের প্রতিনিধি তরুণের ধ্যান-মননে শুধুই মানুষসেবা।
তরুনের জনপ্রিয়তা যাচাইয়ে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কুমারখালীর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ পায়নি তেমন উন্নত সেবা। এ জন্য তারা চান নতুন মুখ। আর এ হিসেবে সবার মুখে মুখেই শোভা পাচ্ছে তরুনের নাম।
স্থানীয়রা জানান, তরুন রাজনীতিতে একদমই নতুন। এখনো বুঝে উঠতে পারেনি রাজনৈতিক প্যাঁচের সমীকরণ। কিন্তু তার আছে সমুদ্র সমান একটি মন। আর যেটা রাজনীতি করার জন্য যথেষ্ট।
তবে সুযোগ পেলে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে চান এই নেতা। তরিকুল ইসলাম তরুন বলেন, আমি রাজনীতিতে আসছি মানুষকে সেবা করার জন্য। তাই মানুষ যদি আমাকে চায়- আমি যেকোন সিদ্ধান্ত নিব। আমি নতুন রাজনৈতিক হিসেবে মানুষের এমন ভালোবাসা ও তাদের কাছে আমার ইতিবাচক গ্রহণযোগ্যতা আমাকে মুগ্ধ করেছে।