শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবক কে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৭:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এক যুবককে ঘুম থেকে টেনে তুলে এনে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দরবেশপুরে এ ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ (৩৭) দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মত রাজু নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। পরে তারা রাজুকে তার ঘর থেকে বের করে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ রাজুকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। ধারণা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত রাজু আহম্মেদ মামুন গ্রুপের সমর্থক বলে জানিয়ে ওসি আরো বলেন, এই ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর