সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

খোকসায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গাছের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম কনক বারই (৪)। সে ওই এলাকার ইন্দ্রজিৎ বারই এর ছেলে। কনক এর বাবা ইন্দ্রজিৎ বারই বলেন, তার প্রতিবেশী মনিরুল ৬০০ টাকায় একটি খেজুর গাছ বিক্রি করলে সোমবার সকালে রস্তুম নামক ব্যক্তি গাছ কাটতে আসেন।
এসময় মনিরুলের সদ্য নির্মিত বেড়া বিহিন ঘরের মধ্যে তার ছেলে সহ কয়েকটি শিশু খেলা করছিলো। রস্তুম গাছ কাটার সময় রশি দিয়ে বেঁধে না নিয়ে অপরিকল্পিত ভাবে কাটায় গাছ পরার সময় মনিরুলের ঘরের মধ্যে গিয়ে পরে এবং তার ছেলে গাছের চাপায় ঘটনাস্থলে মারা যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। গাছের নিচে চাপা পরে শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর