সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

গাংনীতে শিশু সন্তানসহ নিখোঁজ মা!

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৬ জুন, ২০২২, ৩:১৮ অপরাহ্ন

গত ১ জুন ২০২২ বুধবার আনুমানিক সকাল ১০টায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামের নিজ শশুর বাড়ি থেকে কন্যা সন্তানসহ হারিয়েছে মোছাঃ জুলি খাতুন,বয়সঃ-২৫ বছর,পিতাঃ- মোঃ আব্দুল জলিল, গ্রামঃ- দৌলতপুর, উপজেলাঃ- দৌলতপুর, জেলা কুষ্টিয়া। সঙ্গে থাকা কন্যা সন্তানের নামঃ- মোছাঃ জান্নাতী খাতুন,বয়সঃ ৯ বছর, পিতাঃ- মোঃ আজাদ আলী, গ্রামঃ করমদী, উপজেলাঃ গাংনী,জেলাঃ মেহেরপুর।

নিখোঁজের সময় জুলি খাতুনের পরনে ছিলো ছাই রঙের বোরকা এবং শিশু জান্নাতির পরনে ছিলো বেগুনি রঙের জামা। এসময় তারা উভয়ই গাংনীর করমদী থেকে দৌলতপুরে আসছিলো। এরপর আর খোঁজ পাওয়া যায়নি।

কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজদের খোঁজ পেলে নিম্নের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ অথবা দৌলতপুর/গাংনী থানায় যোগাযোগের অনুরোধ করা হলো।

০১৮২৮৪৪০৬৮২ (রাব্বাী)
০১৩০০৬৬২১১৭ (আব্দুল জলিল)

 

ছবিতে বাঁমে মা জুলি, ডানে কন্যা জান্নাতী


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর