গবেষণা সাহিত্যে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পাচ্ছেন কুষ্টিয়ার কৃতিমুখ রকিবুল হাসান। শনিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রকিবুল হাসানসহ আটজনের ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি জানান, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
এবার আটটি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে সাহিত্যের এ সংগঠন। রকিবুল হাসান ছাড়াও অন্যরা হলেন- কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।
প্রসঙ্গত প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে। তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।