কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি রেল সেতু থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গড়াই নদীর ওপর অবস্থিত রেল সেতুর জয়নাবাদ অংশে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া বড় স্টেশন ফাঁড়ির ইনচার্জ মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে রেল সেতুতে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বৈরী আবহাওয়া হওয়ায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।