শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

গড়াই নদীতে ভেসে উঠলো অজ্ঞাত ব্যাক্তির লাশ!

কুষ্টিয়ার সময় অনলাইন / ২৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩, ২:২৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বীপচর এলাকায় নদীর নতুন পানির স্রোতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ ভেসে উঠেছে। ওই ব্যক্তিকে গলা কেটে হত্যার পর চরে পুতে রাখা হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা নৌ পুলিশকে বিষয়টি জানায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করে গড়াই নদীতে পানি বাড়তে শুরু করেছে। দুপুরের দিকে দ্বীপচর এলাকার কিছু জমি প্লাবিত হয়। ফলে নদীর চরে বালি মাটিতে পুতে রাখা ওই মৃতদেহটির মাথা থেকে কোমর পর্যন্ত বেরিয়ে পানিতে ভাসতে থাকে। মৃতদেহটির মুখ কাপড় দিয়ে বাঁধা রয়েছে। শরীরে কোনো পোশাক নেই। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মাথার চুল পড়ে গেছে। শরীরের বিভিন্ন অংশ খসে পড়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, নিহতের পরিচয় এখন পযন্ত নিশ্চিত হওয়া যায়নি। নৌ পুলিশকে খবর দেয়া হয়েছে। সুরতহাল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর