বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

খোকসা বাজারের বি‌শিষ্ট ব‌্যবসায়ী মোস্তফা আজাদ সাহেব ইন্তেকাল করেছেন

মমিন হোসেন ডালিম / ৮৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮:২০ পূর্বাহ্ন

খোকসা বাজারের বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সাংস্কৃ‌তিক ব‌্যক্তিত্ব ও জনতা বিপনীর মা‌লিক মোস্তফা আজাদ ওর‌ফে আজাদ সাহেব আজ ভোর ৪ টায় রাজধানী চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাই‌হি রা‌জেউন)।

মোস্তফা আজাদ সাহেব অনেক দিন যাবত অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ারে হসপিটালে ভর্তি ছিলেন। তিনি চলে গেলেন না ফেরার দেশে । উল্লেখ্য, মোস্তফা আজাদ সাহেব দির্ঘদিন নিষ্ঠার সাথে খোকসা বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর মৃত‌্যু‌কে খোকসা উপজেলা কল‌্যাণ স‌মি‌তি, ঢাকা সভাপ‌তি মো. সিরাজুল ইসলাম এবং মহাস‌চিব র‌বিউল আলম বাবুল গভীর শোক প্রকাশ করার পাশাপা‌শি শোকতপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর